শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শতভাগ ফিট নন, তবুও খেলবেন তামিম

প্রকাশ: ৪ জুলাই ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ৪ জুলাই ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ
শতভাগ ফিট নন, তবুও খেলবেন তামিম

মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই ওপেনার। তবে সেই চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তিনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করেছেন। কিন্তু সিরিজ শুরুর একদিন আগে জানালেন পুরো ফিট নন তিনি। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন, এমনটা নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক।

আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে তামিম বলেন, ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়া ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। কালকে খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত আমি আগামীকাল খেলবো।’


তবে তামিম অবশ্য এমন কিছু করতে চান না যাতে দল ভোগে। খেলার সময় যদি নিজেকে ফিট মনে না করেন তাহলে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন অধিনায়ক।

তামিম বলেন, ‘আমি দেখতে চাই আমি কতটুক মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যেটাতে দল ভুক্তভোগি হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবেচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এরকম কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’

সম্পর্কিত পোস্ট