প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১ | ১:৫২ অপরাহ্ণ আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ | ১:৫২ অপরাহ্ণ

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জোয়াদ’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, অনেক এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আরও দুয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে।
রোববার সকাল ৬টায় গভীর নিম্নচাপের অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।