প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ১২:৩৫ পূর্বাহ্ণ
দীর্ঘ প্রতীক্ষা আর উৎকণ্ঠা কাটিয়ে আমিরাত প্রবাসীদের জন্য সুসংবাদ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তারা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড করোনা টেস্ট’র জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন। এখন থেকে নিয়মিত ফ্লাইট এ আমিরাতে প্রবেশ করতে পারবেন ছুটিতে থাকা বাংলাদেশিরা।
ল্যাব স্থাপন ও আমিরাতের ফ্লাইট প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি সাংবাদিকদের জানান, র্যাপিড টেস্টের কারণে ফ্লাইট বন্ধ ছিল। ল্যাব স্থাপনের কাজ সম্পন্ন হওয়ায় উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট শিডিউল ঘোষণা করলে আমিরাতে যাতায়াতে আর কোনো বাধা থাকবে না।
এদিকে উড়োজাহাজ সংস্থাগুলোর মুখপাত্র জানায়, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো স্বাভাবিক ফ্লাইটের সিডিউল ঠিক করা হয়নি। খুব শিগগিরই যাত্রীদের জন্য এই বিষয়ে নির্দেশনা দিবে উড়োজাহাজ সংস্থা।