চট্টগ্রামের লোহাগাড়ায় এক গৃহবধূর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার শশুর বাড়ির লোকজন। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে উপজেলার আধুনগর সর্দানী পাড়ার প্রবাসী আবু তালেবের পক্ষে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আবু তালেবের পক্ষে তার ভাইপো আবু সুফিয়ান লিখিত বক্তব্যে জানান, তার চাচা আবু তালেব
যাওয়ার পর থেকে চাচী এ্যানির চলাফেরা নিয়ে প্রশ্ন উঠে। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে প্রশ্ন করা হয় তখন তিনি বিষপানে আত্মহত্যার হুমকি দেয়। বিষয়টি তার বাপের বাড়ির লোকজনকে জানানো হলে মেয়ের সকল কর্মকাণ্ডের দায়ভার তারা বহন করবে মর্মে অঙ্গীকারনামা দেয়। এরপরেও স্থানীয় একজনের সাথে প্রায়সময় বেরিয়ে পড়ে। বাড়ির লোকজন বাধা দিলে নানা হুমকি দেয়।
এছাড়া সম্প্রতি আমার চাচা বিদেশ থেকে পাঠানো ২ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার ও কপড়-চোপড়সহ প্রয়োজনীয়সামগ্রী নিয়ে ঘর ছেড়ে চলে যায়। আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আবু তালেবের মা মরিয়ম খাতুনসহ পরিবারের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোজিনা খাতুন, মোবারক, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, পাড়ার সর্দার মো. হারুন ও আবদুল কাদের।