শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

লেবাননে শাহজালাল প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ
লেবাননে শাহজালাল প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার

লেবাননের রাজধানী বৈরুতে শ্রমিক ফেডারেশনের অফিস হল রুমে শাহজালাল প্রবাসী সংগঠন লেবানন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. ফজলু মিয়া আফজালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক ফেডারেশনের (পেনাসল) প্রেসিডেন্ট কেস্ট্র আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শাহজালাল সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জিয়াউল হক, উপদেষ্টা সদস্য শালিক আহমেদ, জাহির আহমেদ, মো. লুৎফর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. খসরু মিয়া, প্রচার সম্পাদক আবদুল মন্নান, কোষাধ্যক্ষ জামিল আহমেদ ও দফতর সম্পাদক মুকাদ্দেস মিয়া।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল মোমিন। শুভেচ্ছা বক্তব্য দেন আবদুল মন্নান, সহ-সভাপতি শাহিন আহমেদ, বাহরান খান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সহ-কোষাধ্যক্ষ শাহিনুর আহমেদ, সালমান আহমেদ, আবদুল আজিজ, আনোয়ার মোল্লা ও দেলোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে ফজলু মিয়া আফজাল বলেন, লেবাননে দীর্ঘ প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে চলছে রাজনৈতিক-অর্থনৈতিক সমস্যাসহ মহামারি করোনা। এ সময়ে অনেকে এদেশ ত্যাগ করে মাতৃভূমি বাংলাদেশ চলে গেছেন। বর্তমানে আমরা যে কয়জন অবস্থান করে আছেন, তাদের সবার সহযোগিতায় অতীতের মতো প্রবাসে ও দেশে অসহায়দের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, জিলু মিয়া, জুনাইদ আহমেদ, রুবেল আহমেদ, মো. আলী, আবুল হাসান, রেজাউল হক, আনসার আলী, জাহানারা আক্তার লিজা, সাদ্দাম মিয়া, মো. আলী ও সাহারাসহ অনেকে। শেষে প্রবাসী ও দেশবাসী এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মো. আবদুল কাদের।

সম্পর্কিত পোস্ট