রমজানকে সামনে রেখে প্রবাসীদের খাদ্য অভ্যাস ও ডায়াবেটিস রোগীদের বিশেষ সর্তকতাসহ পরামর্শ প্রদানের লক্ষ্যে লিসবনে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫মার্চ) বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজন করে পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমির ‘কমিউনিটির জন্য স্বাস্থ্য’ নামের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প। সার্বিক সহযোগিতা করে স্থানীয় স্বাস্থ কেন্দ্র ইউএসএফ দে বাইক্সা ও বেঙ্গলাইসবো প্রকল্প। কর্মশালায় ডায়াবেটিস সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন ডা. ক্রিশ্চিয়ানো। এতে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন। এসময় বাংলাদেশি ডাক্তার ফারসানা ও নার্স পপিসহ আরো ৫ জন ডাক্তারের একটি বিশেষায়িত টিম যেখানে উপস্থিত ছিলেন।
পর্তুগীজ সরকারের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ‘হেলদি নেইবারহুড’ এর অধীনে বাস্তবায়িত প্রকল্পটি সপ্তাহে তিনদিন নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য পরামর্শ দেয়। সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে বাংলাদেশি ডাক্তার ও নার্সের সমন্বয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেয়। এই প্রকল্পে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ২০ জন স্বাস্থ্যকর্মী সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। এ ছাড়াও তাদের সঙ্গে স্থানীয় আইএসসিটিই বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের দুইজন পিএইচডি গবেষক কাজ করেন।