প্রবাসে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে লিসবনের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়া দো বেনফরমোসো এলাকার টেস্ট অব লিসবনে কুমিল্লা কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. এনামুল হক ও শফিউল্লাহ মাহমুদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম, মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, কমিউনিটির প্রিয় মুখ ও প্রবীণ ব্যক্তি সোয়েব মিয়া।
এ সময় কুমিল্লা কমিউনিটির গুরুত্ব ও বাংলাদেশ কমিউনিটির প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন মাল্টিকালচারাল একাডেমির পরিচালক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ ও ফরহাদ রেজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল হোসেন জালাল, জহিরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জাকির হোসেন, জামাল ফকির, ফরিদপুর কমিউনিটির সভাপতি মাহাবুব আলম, বরিশাল কমিউনিটির সভাপতি সাঈদ শাহীন, সাংবাদিক রনি মোহাম্মদ, তারিকুল ইসলাম আশিক, এফ আই রনি, জাহিদ কায়সার ও আনোয়ার এইচ খান ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী জহিরুল ইসলাম, শাহ আলম, সামির দেবনাথ, আবুল কাশেম, নজরুল ইসলাম, সাইফুল, সাদ্দাম হোসাইন, সুমন আহম্মেদসহ প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে আগত সকল অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
শুরুতে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন কুমিল্লার কৃতি সন্তান আরিফ বিন জাহিদ।