লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে থাকা এনটিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান ও দেশটিতে কর্মরত প্রকৌশলী সাইফুল ইসলামকে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকালে লিবিয়া কর্তৃপক্ষ দাপ্তরিক কাজ শেষে দেশটিতে নিয়োজিত রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের কাছে তাদের হস্তান্তর করে।
সাংবাদিক জাহিদুর রহমান দ্রুত সময়ের মধ্যে দেশের ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সাংবাদিক জাহিদুর রহমান এবং তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। সোমবার তাদের উদ্ধার করে লিবিয়ার গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাংবাদিক জাহিদুর বিনা অনুমতিতে ছবি তোলায় আটক হয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
সংলাপ-০১/০৪/০০৭/আ/আ