রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

লাল-সবুজের পতাকা উড়ছে অস্ট্রেলিয়ার ফেডারেশন স্কয়ারে

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ
লাল-সবুজের পতাকা উড়ছে অস্ট্রেলিয়ার ফেডারেশন স্কয়ারে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়ছে লাল-সবুজের পতাকা। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রতি বছরের মতো এবারও এই আয়োজনের উদ্যোগটি নেয় বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন। এ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে মেলবোর্নের গুরুত্বপূর্ণ স্থান ফেডারেল স্কয়ারে ভিড় জমান বাংলাদেশি প্রবাসীরা।

ফেডারেল স্কয়ারে বাংলাদেশের পতাকা নজর কাড়ে স্থানীয়দেরও। শোভা পায় একে একে মোট আটটি বাংলাদেশি পতাকা। দিনব্যাপী এ পতাকা ওড়ানোর দাপ্তরিক অনুমোদন দেয় ফেডারেল কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের সমর্থন নিয়ে গত ছয় বছর ধরে এ কাজটি ধারাবাহিকভাবে করে আসছে মেলবোর্ন-বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন। ভিনদেশে বাংলাদেশিদের মনে অন্য অনুভূতি জাগায় সংগঠনটি।

আয়োজনটির অন্যতম উদ্যোক্তা মেলবোর্ন-বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মোল্লা মো. রাশিদুল হক। শুরু থেকেই তিনি অস্ট্রেলিয়ার বুকে বাংলাদেশের পতাকা উড্ডয়নে ভূমিকা রেখে আসছেন। এ বিষয়ে রাশিদুল হক বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানকে সার্থক ও অর্থবহ করে তুলতেই আমাদের এ আয়োজন। আমরা প্রবাসে বাংলাদেশকে তুলে ধরছি।’

সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মাহবুবুল আলম বলেন, বিশাল আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রয়াস। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে।’

সংলাপ-২৭/০৩/০১২/আ/আ

সম্পর্কিত পোস্ট