রাজধানীর মাতুয়াইল এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় ভ্যানচালক নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকার বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি লাব্বাইক বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মালবাহী একটি ভ্যানকে সজোরে পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যান চালক কামরুজ্জামান ওরফে ভুট্টু (৫০) পাকা রাস্তার উপর পড়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। পরিস্থিতি বুঝে বাসের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে বাস চালিয়ে দ্রুত পালিয়ে যায়
পরবর্তীতে স্থানীয় লোকজন ভ্যান চালককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার পরদিন নিহত কামরুজ্জামানের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২৩।
দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির পর হতে র্যাব-১০ বর্ণিত ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি দল রাজধানীর ডেমরা থানাধীন সানারপার এলাকা হতে দুর্ঘটনার সঙ্গে জড়িত লাব্বাইক বাসের ড্রাইভার মো. নাসিরকে (৩৩) গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যমতে ওই দিন দুপুর সোয়া দুটার দিকে যাত্রাবাড়ী থানাধীন মিরহাজারিবাগ এলাকায় অপর একটি অভিযান পারিচালনা করে বাসের হেলপার মাইনুদ্দিন ব্যাপারীকে (৩৪) গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তার ড্রাইভার ও হেলপারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের করা হয়েছে।
সংলাপ/২৮/০২/০০৮/আজমল