শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

লন্ডন ট্রেন স্টেশনে বাংলা সাইনবোর্ড

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ৭:০৩ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২২ | ৭:০৩ অপরাহ্ণ
লন্ডন ট্রেন স্টেশনে বাংলা সাইনবোর্ড

হোয়াইটচ্যাপেল স্টেশনের বাংলা সাইনবোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের ডেপুটি চেয়ারম্যান নিক রেইনসফোর্ড।

এসময় উপস্থিত ছিলেন ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, স্পিকার আহবাব হোসেনসহ কাউন্সিলারবৃন্দ।

মেয়র জন বিগস বলেন, ‘মাল্টি কালচারাল টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি কমিউনিটির শক্তিমত্তাকে প্রদর্শন করবে এই বাংলা লেখা। এই ব্রিটেনে বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিকে স্মরণ করিয়ে দিবে বাংলা সাইনবোর্ড।’
বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই উদ্যোগ অসাধারণ মাত্রা যোগ করেছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেন্টার যদি বাংলা স্কুল চালু করে সেটা পরিচালনার দায়িত্ব নিবে বাংলাদেশ হাই কমিশন।’

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন বলেন, ‘কাউন্সিল বাংলা ভাষা প্রসারে যে কাজ করছে তার মধ্যে এটা অন্যতম। এটি টিএফএলের প্রজেক্ট হলেও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস।’

স্টেশনে বাংলা লেখার এই ক্যাম্পেইনের পেছনে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন কাউন্সিলার আবদাল উল্লাহ জানান, উদ্যোগের বাস্তবায়ন দেখে তিনি আনন্দিত। এর পেছনে অনেকের অবদান আছে, সবার অংশগ্রহণে এটি বাস্তবায়িত হয়েছে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র আসমা বেগম , কাউন্সিলার সাদ চৌধুরী, সোহেল আমিন।

সংলাপ-১৬/০৩/০০৮/আ/আ

সম্পর্কিত পোস্ট