মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

লন্ডনে বাংলাদেশি নারী হত্যার ঘটনায় গ্রেফতার এক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ১:২৯ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২২ | ১:২৯ অপরাহ্ণ
লন্ডনে বাংলাদেশি নারী হত্যার ঘটনায় গ্রেফতার এক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিনের গ্লোব রোডের নিজ ফ্ল্যাটে ছুরিকাঘাতে বাংলাদেশি নারী নিহত হওয়ার ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ড শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে, এখনো আটক ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য পাওয়া জায়নি।

এর আগে গত ২৪ মার্চ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের গ্লোব রোডের নিজ ফ্ল্যাটে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি ইয়াসমিন বেগম (৪০)। তিনি দুই সন্তানের জননী। তিনি ১০ বছর ধরে সিঙ্গেল মাদার হিসেবে এ বাসায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই নারী তার দুই সন্তানকে বাসার পাশে স্কুলে দিয়ে আসেন। স্কুল শেষে তিনি সন্তানদের স্কুল থেকে আনতে না গেলে স্কুলের শিক্ষকরা তার বাসায় এসে ডাকাডাকি করতে থাকেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে ফোন করেন তারা। পরে পুলিশ এসে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে তারা। এ ঘটনার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সংলাপ-২৮/০৩/০০৩/আ/আ

সম্পর্কিত পোস্ট