শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

লন্ডনে ‘কমিউনিটি হিরো’ সম্মাননা পেলেন সাংবাদিক হেফাজুল

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ৭:৫৬ অপরাহ্ণ
লন্ডনে ‘কমিউনিটি হিরো’ সম্মাননা পেলেন সাংবাদিক হেফাজুল

লন্ডনের বাঙালি কমিউনিটিতে নানা অবদান, প্রবাসীদের সাফল্য তুলে ধরাসহ করোনাকালীন মানুষের পাশে দাঁড়ানোয় সাংবাদিক হেফাজুল করিম রকিবকে ‘কমিউনিটি হিরো’ সম্মাননা ও বন্ধুত্ব স্মারক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এনআরবি লন্ডন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাবের যৌথ উদ্যাগো ‘কমিউনিটি হিরো’ সম্মাননা দেওয়া হয়। পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনসার আহমদ উল্ল্যাহ। সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় ব্রিটিশ বাংলাদেশি হেফাজুল করিম রকিবসহ ২১ জন সাংবাদিক-ফটোগ্রাফারকে সম্মাননা দেওয়া হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন জানান, ব্রিটিশ বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার পেছনে বড় ধরনের অবদান রাখছে বাংলা মিডিয়া। তাদের এই অবদানকে সম্মান দিতে এই সম্মাননা। সাংবাদিকরা গত করোনাকালে যেভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিজেকে নিবেদিত করেছেন তা কখনো ভুলবার নয়। তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন।

এনআরবি লন্ডন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের যৌথ উদ্যাগে যে সম্মাননা দেওয়া হলো তা শুধু আমার নয়, পুরো চট্টগ্রামের মানুষের জানিয়ে রকিব বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের সেতুবন্ধকে আরও শক্তিশালী করতে। সব সময় প্রবাসীদের পাশে থাকতে হবে।

চট্টগ্রামের পটিয়ার সন্তান হেফাজুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংলাপ-২৬/০৩/০১৫/আ/আ

সম্পর্কিত পোস্ট