নানা ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে লন্ডনের কেমডেন বারার কেন্টিস টাউন বায়তুল আমান মসজিদের উদ্যোগে সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হলো ইন্টারফেইথ ইফতার মাহফিল।
কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই ইফতারে শরীক হন। কেনটিস টাউনের কুইন্স ক্রিসেন্ট ডোম স্পোর্টস হলে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন, কেমডেন বারার মেয়র কাউন্সিলর সাবরিনা ফ্রান্সিস, লিডার অব কেমডেন কাউন্সিল কাউন্সিলর জর্জিয়া গোল্ড, কাউন্সিলর আব্দুল কাদের, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, কাউন্সিলর নাসিম আলী, কমিউনিটি এক্টিভিস্ট কাজি সাইফুদ্দিন সহিদ, মদরিছ আলি সুফিয়ান, ফখরু উদ্দিন লিয়াকত, আব্দুল হক, মসজিদ কার্যকরী কমিটির ট্রেজারার আমিনুর রহমান, সদস্য যথাক্রমে লুৎফুর রহমান, মো. আবু সাঈদ, জিতু মিয়া, রজব আলী, আব্দুর রকিব, আতাউর রহমান, ইকবাল হোসেন, আজিজুর রহমান হারুনসহ অনেকে।
এ ইফতার মাহফিলে ধর্মযাজক থেকে শুরু করে রাজনীতিবিদ লেখক-সাহিত্যিক, ইসলামিক স্কলারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারে অংশ নিয়ে কেমডেন বারার মেয়র সাবরিনা ফ্রান্সিস বলেন, আমি এখানে এই ইফতার মাহফিলে বহু সংস্কৃতির মানুষের মিলনমেলায় উপস্থিত হতে পেরে খুশি হয়েছি, আলোকিত হয়েছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও রমজান মাসের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন মাওলানা হাবিবুর রহমান। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামাল হোসাইনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সবশেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্যে বিশেষ দোয়া করে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।