ব্রিটেনের টাওয়ার ব্রীজের প্রায় ১ হাজার বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো রমজানের ইফতারে আয়োজন করা হলো। ৪ এপ্রিল সোমবার এই ইফতারে যোগ দেন বিভিন্ন ধর্মের মানুষজন। ব্রিটেনে ইহুদী ধর্মের প্রধান ধর্মীয় গুরু বলেন, এমন আয়োজন বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশী তরুন সংস্কৃতিকর্মী প্রপা রেজওয়ানা আনোয়ার বলেন, এমন আয়োজনে উপস্থিত হয়ে ইতিহাসের অংশ হয়ে যাওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা।
মেয়র সাদিক খানে বলছিলেন, অনেক তরুন এই আয়োজনে এসেছেন, নতুন একটি ইতিহাসের স্বাক্ষী হতে।
উপস্থিত অনেকেই ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য সমবেদনা জানান।
টাওয়ার অব লণ্ডনে এর আগে বিভিন্ন ধর্মের নানা আয়োজন হলেও প্রায় ১০০০ বছরের ইতিহাসে এই প্রথম মুসলিম সম্প্রদায়ের জন্য কোন আয়োজন করা হলো। উপস্থিত সবাইকে নিয়ে সেলফি তুলছেন মেয়র অব লণ্ডন সাদিক খান।
সংলাপ-০৬/০৪/০০২/আ/আ