রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

র‍্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে.কর্নেল মশিউর

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ আপডেট: ৫ অক্টোবর ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ
র‍্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে.কর্নেল মশিউর

র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন লে. কর্নেল মোহাম্মদ মশিউর রহমান।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি র‍্যাব-৭(চট্টগ্রাম) এর অধিনায়ক ছিলেন।

আজ মঙ্গলবার র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতোপূর্বে র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন লে. কর্নেল খায়রুল ইসলাম। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বর র‍্যাবে যোগদেন। গত বছর ৪ নভেম্বর থেকে গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তার পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন এবং সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিবেন।

সম্পর্কিত পোস্ট