শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২ | ৬:৩০ অপরাহ্ণ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ | ৬:৩০ অপরাহ্ণ
র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরপরও টুর্নামেন্ট শেষে নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে আছেন টাইগার দলপতি।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। সাকিব আল হাসানের পর যথারীতি রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি ও ভারতের হার্দিক পান্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪৪ রান করেছেন সাকিব। গড় মাত্র ৮.৮ এবং স্ট্রাইক রেট ৯৫.৬৫। আর বোলিংয়ে ২৭.৮৩ গড় ও ৮.৭৮ ইকোনমিতে শিকার করছেন ৬ উইকেট। এমন হতশ্রী পারফরম্যান্সের পরও সাকিবের শীর্ষে থাকার কারণ হচ্ছে আফগান দলপতি মোহাম্মদ নবির হতাশাজনক পারফরম্যান্স।

তিন ম্যাচে মাত্র ১৭ রান করেছেন নবি। আর বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। তবে এই দুইজনের তুলনায় ভালো ছিল হার্দিকের পারফরম্যান্স। ৬ ম্যাচে ২৫.৬০ গড় এবং ১৩১.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। বোলিংয়ে ১৮.২৫ গড় এবং ৮.১১ ইকোনমিতে ভারতীয় এই অলরাউন্ডার নিয়েছেন ৮ উইকেট।

আর ব্যাটারদের মধ্যে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। ছয় ম্যাচে তিন অর্ধশতকে ২৩৯ রান করেছেন বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে আছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ডানহাতি এই লেগস্পিনার।

সম্পর্কিত পোস্ট