প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ৮:৪২ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ৮:৪২ অপরাহ্ণ
ইতালির রোমে বরিশাল বিভাগ সমিতিকে আরো বেগবান করতে সাবেক নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সানোয়ার ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আল আমিন ভুইয়া, ফিরোজ খান, রাকিব ভুইয়া, মো. শাহীন, মেহেদি হাসান, সোহেল বক্সী, নাসির উদ্দিন, কাজী জাহাঙ্গীর, শাহীন কবির, সাংবাদিক রিয়াজ হোসেন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, একটি বিভাগ সমিতি দীর্ঘদিন কমিটি বিহীন থাকতে পারে না। আগামী সপ্তাহের মিটিংয়ে অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। যদি কোন সিদ্ধান্ত না নেওয়া যায়, পরবর্তী সিদ্ধান্ত নিবে বরিশালের জনগণ। আগামী সোমবারের সভায় সমিতির সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
তারা আরো বলেন, আমরা চাই একটি ঐক্যবদ্ধ বরিশাল বিভাগ সমিতি।