মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ১৫

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১ | ১০:২৯ অপরাহ্ণ আপডেট: ৬ অক্টোবর ২০২১ | ১০:৩১ অপরাহ্ণ
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ১৫

রোমানিয়ার পশ্চিম আরাদ সীমান্ত থেকে বুধবার দেশটির পুলিশ বাংলাদেশ, ভারত এবং আফগানিস্তানের ১৫ অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে।

বর্ডার পুলিশ জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন পণ্য বোঝাই তিনটি ট্রাকে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

প্রথমে রোমানিয়ার ভারস্যান্ড বর্ডার ক্রসিং পয়েন্ট থেকে একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটি স্লোভাকিয়ায় মোটরতেল পরিবহন করছিলো। সেটি থেকে অবৈধ চার আফগান অভিবাসনপ্রত্যাশীকে আটক করে পুলিশ। এদের সবার বয়স ১৬ থেকে ১৮ এর মধ্যে। এরপর দেশটির ন্যাডলাক ক্রসিং পয়েন্ট থেকে আরও দু’টি ট্রাক আটক করা হয়। দু’জন রোমানিয়ান ড্রাইভার ট্রাক দুটি চালাচ্ছিলেন। ট্রাকে জার্মানি ও ইতালিতে পাঠানোর উদ্দেশ্যে অটোপার্টস এবং মোটরযান পরিবহন করা হচ্ছিলো। এর মধ্য থেকেই আরও ১১ জন অভিবাসনপ্রত্যাশীকে খুঁজে পায় পুলিশ। এদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

তদন্তের সময় সীমান্ত পুলিশ প্রমাণ করে যে, এরা সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক। তারা ইউরোপের দেশগুলোতে আশ্রয়প্রার্থী।

সম্পর্কিত পোস্ট