রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

রোজার প্রতিদিনই ইসলামি গান প্রকাশ করবেন অয়ন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ৩:৩৭ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২২ | ৩:৩৭ অপরাহ্ণ
রোজার প্রতিদিনই ইসলামি গান প্রকাশ করবেন অয়ন

এই সময়ের গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অয়ন চাকলাদার। এক যুগের ক্যারিয়ারে তার করা কয়েকটি গান এরই মধ্যে শ্রোতারা গ্রহণ করেছেন। অয়ন এবার ঘোষণা দিয়েছেন আসছে রমজানের পুরো মাস জুড়ে প্রতিদিন একটি করে ইসলামি গান প্রকাশ করবেন।

অয়ন বলেন, ‘রমজানের ৩০ দিন ৩০টা ইসলামি গান নিজ কণ্ঠে রেকর্ড করে রিলিজ করতে চাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে। যদি ২৯ রোজা হয় তাহলে ২৯টা গান রিলিজ দেব। গানগুলো হবে সম্পূর্ণ খালি গলায় কোন ইন্সট্রুমেন্টের টোকা ছাড়া। কিছু কিছু গানে ডউফ ইউজ করতে পারি যার ব্যবহার সম্পূর্ণ হালাল।’

ইসলামি গানগুলো তৈরির জন্য ফেসবুকে বন্ধু ও শুভাকাঙক্ষীদের কাছে লেখাও আহ্বান করেছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যারা ভালো লেখেন পাঠাতে পারেন, আমার যদি ভালো লাগে আমি সেটা দিয়ে গান বানাব। তবে এই গানের লিরিক থেকে কেউ কোন রকমের পারিশ্রমিক আশা করবেন না। আমি নিজের নতুন চ্যানেল থেকে ছাড়ব। প্লিজ আমাকে ইনবক্সে পাঠান।’

উল্লেখ্য, ২০১১ সালে মিক্সড অ্যালবাম ‘জেগে ওঠো’য় প্রকাশ পায় অয়নের প্রথম গান ‘আমরা করব জয়’ (রিমেক)। ইমরান ও ইভান ইভুর সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির নতুন সংগীতায়োজনও করেন অয়ন। এরপর থেকে নিয়মিত গান গাওয়া ও সংগীত পরিচালনার কাজ করে যাচ্ছেন তিনি।

সম্পর্কিত পোস্ট