প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ

আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। খুচরা পর্যায়ে বেশি মনিটরিং করতে হবে। রোজার আগে আর নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না।’
চালের বাড়তি দাম প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, ‘সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’
চাল আমদানি বন্ধ হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না। তাদের অ্যাকাউন্টও বন্ধ হবে না।’
যেখান থেকেই সম্ভব চাল আমদানি করে মজুত বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।