শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

রেমিট্যান্স বাড়াতে কুয়েতে সংবাদকর্মীদের মতবিনিময়

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২ | ১১:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ | ১১:৩৫ অপরাহ্ণ
রেমিট্যান্স বাড়াতে কুয়েতে সংবাদকর্মীদের মতবিনিময়

রেমিট্যান্স বাড়াতে কুয়েতে বাংলাদেশি সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ নভেম্বর) কুয়েতে খাইতানের ফারুকী হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কুয়েত থেকে রেমিট্যান্স বাড়াতে হবে।সেক্ষেত্রে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে এবং হুন্ডি প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা রয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় সভায় সমসাময়িক বিষয় এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের নেতারা।

প্রেসক্লাবের সভাপতি প্রবাসী সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে প্রবাসী সংবাদকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সচেতন থাকতে হবে। সংবাদ পাঠানোর আগে তথ্যের সত্যতা যাচাইয়ে সতর্কতা অবলম্বন করার ওপর গুরত্ব আরোপ করেন তিনি।

এসময় আরটিভি প্রতিনিধি ও প্রেক্লাবের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু, একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, এস এ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি মহসিন পারভেজ, প্রতিদিনে পত্রিকার প্রতিনিধি আবুবকর সিদ্দিকি পাবেলসহ অন্যরা।

সম্পর্কিত পোস্ট