বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

রিয়াদে বাংলাদেশ দূতাবাস শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ২:৩২ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২:৩২ অপরাহ্ণ
রিয়াদে বাংলাদেশ দূতাবাস শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের নিয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা কারিকুলাম ও ইংরেজি শাখার শতাধিক শিশু-কিশোরের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ মুখরিত হয়। আনন্দে মাতে কচিকাঁচারা।

অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে হবে। শিশু-কিশোরদের জাতির পিতার সংগ্রামী জীবন, তার নীতি ও আদর্শের সঙ্গে পরিচয় করাতে হবে।

অনুষ্ঠানে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট