কুমিল্লা মহানগরের নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনসহ ৪ জনকে আজ আদালতে তোলা হচ্ছে। গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) ৭ দিনের রিমান্ড শেষে আজ জুমার নামাজের পর তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান। আসামিরা হলো- প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ২:৩৭ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ২:৩৭ অপরাহ্ণ