সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ মার্চ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে আবুধাবির কূটনৈতিক পাড়ায় তোড়জোড় প্রস্তুতি চলছে। সফরকালে আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বেশ ক’টি চুক্তিসহ দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজারের দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর এই সফরকালে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করবেন। যতদূর জানা গেছে আবুধাবি ব্রেক ওয়াটার থিয়েটার হলে অনুষ্ঠিতব্য সম্ভাব্য সভায় করোনা পরিস্থিতির কারণে অন্যান্যবারের মত শারীরিক ভাবে উপস্থিতি থাকছে না প্রধানমন্ত্রী । তবে সভায় ভার্চুয়াল উপস্থিতি থাকবেন।
আমিরাতে অবস্থানকালে প্রধানমন্ত্রীর দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন সফর করার সম্ভাবনা আছে। বর্তমানে বাংলাদেশের সাথে আমিরাতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় অধিক হৃদ্যতাপূর্ণ এবং সরকারের শীর্ষ পর্যায়ের এ সফর বিনিময়ে তা নতুন মাত্রা পাবে বলে প্রবাসীদের ধারণা।
সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী আমিরাত গিয়েছিলেন। এরপর ২০২০ সালের ১২-১৫ জানুয়ারি তিনি আবুধাবিতে আরো একবার যাত্রাবিরতি করেছিলেন।
সংলাপ/০২/০৩/০০২/ হাসান