শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা দিল বিএনপি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ৪:২২ অপরাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ৪:২২ অপরাহ্ণ
রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা দিল বিএনপি

পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধান সংস্কারে কমিশন গঠন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ উপস্থাপন করেছে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রূপরেখার ২৭ দফা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ অনেকে অংশগ্রহণ নিয়েছেন। সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এসএম ফায়েজ প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা ইসলাম, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অনেকে অংশ নেন।

বিরোধী দলগুলোর মধ্যে গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু, অধ্যাপক আবু সায়ীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিক দলগুলোর অনেকে অংশ নেন।

সম্পর্কিত পোস্ট