শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৩

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ২:২৭ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ২:২৭ অপরাহ্ণ
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু। তবে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলটরা নিরাপদে বের হতে পেরেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির পাইলটদের প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি একটি প্রশিক্ষণ এসইউ-৩৪ বোমারু বিমান। ফ্লাইট চলাকালীন বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।

বিমানটি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে বিধ্বস্ত হয় এবং বিমানের জ্বালানি ছড়িয়ে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায়। আগুন ভয়াবহ আকার ধারণ করলে ৯ তলা ভবনটি থেকে ৬৪ জনকে উদ্ধার করে কাছের একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট