রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

এক্সপো ২০২০-তে মার্চে ৪৪ লাখ দর্শনার্থীর লক্ষ্যমাত্রা

রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে প্যাভিলিয়ন

প্রকাশ: ২ মার্চ ২০২২ | ২:০৭ অপরাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২২ | ২:০৮ অপরাহ্ণ
রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে প্যাভিলিয়ন

দুবাইয়ে চলমান এক্সপো ২০২০ এর প্যাভিলিয়নগুলো খোলা রাখার সময় বৃদ্ধি করা হয়েছে। দর্শকদের উপস্থিতি ও শেষ সময়কে উপভোগ্য করে তুলতে রাত ১১টা পর্যন্ত প্যাভিলিয়নগুলো খোলা রাখার ঘোষণা করেছে আয়োজকরা।

মঙ্গলবার আয়োজকরা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১ কোটি ৬০ লাখ দর্শক এক্সপো ২০২০ পরিদর্শন করেছেন। মার্চ মাস জুড়ে চলবে বৈশ্বিক এই বৃহত্তর মেলা। শেষ মাসে তাই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ লাখ দর্শনার্থীর। যা চলমান এক্সপো ২০২০ এর সর্বোচ্চ মাসিক পরিসংখ্যান হতে পারে।

এদিকে হলুদ পাসপোস্টের পর এবার দর্শনার্থীদের জন্য সাদা পাসপোর্ট নিয়ে এসেছে আয়োজকরা। হলুদ পাসপোর্টে ১০০ প্যাভিলিয়নের স্ট্যাম্প বা এর অধিক স্ট্যাম্প থাকলে দর্শনার্থীরা সহজে সাদা পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এক্সপো ২০২০ এর ‘ভিজিটর সেন্টার’ থেকে এই পাসপোর্ট বিনামূল্যে গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, ৩১ মার্চ শেষ হবে ছয়মাস ব্যাপী এই মেলা । বৃহৎ পরিসরে আয়োজিত এবারের এক্সপো ২০২০ বিভিন্ন দেশের সৃজনশীলতা, উদ্ভাবন, অগ্রগতি এবং সংস্কৃতি তুলে ধরে একটি নতুন বিশ্বায়নের পথ দেখালো।

সংলাপ/০২/০৩/০০১/ হাসান

সম্পর্কিত পোস্ট