বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। আজ থেকে ঠিক ৫৮ দিন পর মাঠে গড়াবে ফুটবলের মহাযজ্ঞ। তার আগে আজ রাতে মাঠে নামবে ব্রাজিল এবং ভোরে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্তাদ ওশানে ঘানার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ঠিক ছয় ঘন্টা পর ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এই ম্যাচে তারা কাতার বিশ্বকাপের জার্সি পরে মাঠে নামবে বলে জানা গেছে। ফিফা উইন্ডোতে চলতি মাসে দুটি করে ম্যাচ খেলবে দুদল। দুই ম্যাচেই তাদের দেখা যাবে বিশ্বকাপ জার্সিতে।
আগামী মঙ্গলবার একই সময় একই মাঠে দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সেদিনই ভোরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেডবুল স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।
বিশ্বকাপ বাছাইয়ে এবার চমক দেখিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এক ম্যাচও হারেনি কোনো দল। বিশ্বকাপের আগে এখন দলের কম্বিনেশন ঠিক করার পালা। দারুণ ছন্দে থাকা নেইমার, ভিনিসিয়াসদের নিয়ে অবশ্য স্বস্তি পাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। একই অবস্থা আর্জেন্টিনারও।