রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

রাজধানীতে বন্ধ হতে যাচ্ছে কথিত সিটিং সার্বিস বাস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১ | ২:২৪ অপরাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২১ | ২:২৪ অপরাহ্ণ
রাজধানীতে বন্ধ হতে যাচ্ছে কথিত সিটিং সার্বিস বাস

বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কোম্পানির মধ্যে ১৩টি কম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে। তাছাড়া বন্ধ হতে যাচ্ছে কথিত সিটিং সার্বিস বাস। তিনদিন পর ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় খোন্দকার এনায়েত উল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ বিবৃতি পড়ে শোনান।

সম্পর্কিত পোস্ট