গুলশান আবাসিক এলাকার সিডব্লিউএস (বি) ব্লকের ৩১ নম্বর সড়কের ২৮ নম্বর প্লটে নির্মিত অবশিষ্ট ফ্ল্যাট বরাদ্দের বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার (১৯ মার্চ) রাজউক সূত্রে জানা গেছে, চলতি মাস থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত ফ্ল্যাট বরাদ্দ পেতে আবেদনপত্র সংগ্রহ ও জমা করা যাবে।
ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন গুলশান আবাসিক এলাকার সিডব্লিউএস (বি) ব্লকের ৩১ নম্বর সড়কের ২৮ নম্বর প্লটে নির্মিত ১৬টি ফ্ল্যাটের মধ্যে অবশিষ্ট ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। এরমধ্যে ২৪০৬ বর্গফুট আয়তনের একটি এবং ২৩২০ বর্গফুট আয়তনের ২টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহীরা অগ্রণী ব্যাংকের রাজউক ভবন শাখায় রাজউক চেয়ারম্যান বরাবর ৫ হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে।
অন্যদিকে শামীমা মোমেন আরও জানিয়েছেন, বিদেশে অবস্থানরত নাগরিকদের রাজউকের ওয়েবসাইটে (rajuk.gov.bd) আবেদনপত্রের ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে রাজউক চেয়াম্যান বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র ও প্রসপেক্টাস বাবদ ৬০ ডলার জামানতের সঙ্গে দিতে হবে।