দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ, মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও তান্ডবের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে রোববার(১৭অক্টোবর) বেলা আড়াইটার দিকে রাঙামাটি পৌরসভা গেইটে অবস্থান নেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। প্রশাসনের ‘অনুরাধের’ পরিপ্রেক্ষিতে প্রোগ্রাম স্থগিতের ঘোষণা দেন নেতারা।
পরে বনরূপায় এলাকা থেকে ‘শ্রী শ্রী রাম মন্দিরের ব্যানারে’ একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রানকেন্দ্র বনরূপায় হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে মিছিলটি আবারও বনরূপায় ইসকন মান্দির প্রাঙ্গণে এসে প্রতিবাদে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই নূপুর দাশ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সারাদেশে দুর্গোৎসবকে ‘পুঁজি করে’ মঠ-মন্দিরে হামলার প্রতিবাদ ও জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।