মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ৭

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ
রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ৭

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ সাত জন আহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাউজানের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়নাল আবেদিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউজানের নোয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৭ জন আহত হয়েছে।

দুর্ঘটনায় আহত চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিম মিয়া (২০) মো. সাইফুল (২৪), মো. শরীফ (২৫) ও তাছলিমা বেগম (৪০)। আহত সবাইকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম নগরী থেকে একটি বাস কাপ্তাই যাওয়ার পথে নোয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট