রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

রইছ বাসের ধাক্কায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১:৫৩ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১:৫৩ অপরাহ্ণ
রইছ বাসের ধাক্কায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

রাজধানীর দারুসসালাম এলাকায় রইছ পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ (২৫) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে জানিয়ে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য মাজার রোড পার হচ্ছিলেন সাজ্জাদ। এ সময় রইছ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ হয়েছে। এখন ময়নাতদন্তের কাজ চলছে।

নিহতের পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংলাপ/০৩/০৯/০০৮/আ/হো

সম্পর্কিত পোস্ট