সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

যেভাবে দেখবেন এশিয়া কাপের খেলা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ১:৩১ অপরাহ্ণ আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ১:৩১ অপরাহ্ণ
যেভাবে দেখবেন এশিয়া কাপের খেলা

শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

এ ছাড়া বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি থেকেও সরাসরি সম্প্রচার করা হবে এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ। এ ছাড়া বিটিভি এবং জিটিভিও দেখাবে এশিয়া কাপের খেলা।

তবে টিভি পর্দার সামনে বসে খেলা দেখার সুযোগ যারা পাবেন না, তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই। টিভির পাশাপাশি অনলাইনেও খেলা দেখা যাবে। এর জন্য ডিজিটাল প্লাটফর্মে ভরসা রাখতে হবে দর্শকদের। র‍্যাবিটহোল বিডির ওটিটি প্লাটফর্মে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

২৭-০৮-২০২২ : শ্রীলঙ্কা-আফগানিস্তান, দুবাই

২৮-০৮-২০২২ : ভারত-পাকিস্তান, দুবাই

৩০-০৮-২০২২ : বাংলাদেশ-আফগানিস্তান, শারজা

৩১-০৮-২০২২ : ভারত-হংকং, দুবাই

০১-০৯-২০২২ : শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুবাই

০২-০৯-২০২২ : পাকিস্তান-হংকং, শারজা

সুপার ফোর

০৩-০৯-২০২২ : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, শারজা

০৪-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

০৬-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, দুবাই

০৭-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ রানার্স-আপ-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

০৮-০৯-২০২২ : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

০৯-০৯-২০২২ : ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই

ফাইনাল

১১-০৯-২০২২ : সুপার ফোরের সেরা দুই দল, দুবাই

সম্পর্কিত পোস্ট