মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ওয়াহেদপুরের মোস্তফা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার আয়োজনে প্রায় ৮ শতাধিক লোকজন অংশ নেয়।
এতে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান ও ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ।
ওইদিন ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিবেদিত হয়ে মাঠে কাজ করতে হবে। মিরসরাই আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এছাড়া যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতিহত করতে হবে। আগামী দিনের নৌকার কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’