সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

যুদ্ধের প্রভাবে পোল্যান্ডে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিপাকে ব্যবসায়ীরা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২ | ৪:৪৩ অপরাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ | ৫:১০ অপরাহ্ণ
যুদ্ধের প্রভাবে পোল্যান্ডে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিপাকে ব্যবসায়ীরা

সীমান্তের ওপারে চলছে যুদ্ধ, আর ঠিক এপারে মানে পোল্যান্ডের ব্যবসায়ীরা রয়েছেন নানা ধরনের চাপে। প্রতিটি ক্ষেত্রেই দাম বেড়েছে অতিরিক্ত। বিশেষ করে জ্বালানি আর ভোজ্য তেলের আকাশ ছোয়া দামে অনেকটাই নাভিশ্বাস উঠেছে বলে জানান পোল্যান্ডের স্পাইসী কাবাব নামের ফুড চেইনের মালিক তিসু মজুমদার।

তিনি বলেন, যুদ্ধের আগে ১০ লিটারের ভোজ্য তেল কিনতাম ৩৫ থেকে ৪২ জ্লোটি দিয়ে এখন ৫ লিটারের দাম হয়েছে প্রায় ৮০ জ্লোটি। আমি যে কোম্পানী থেকে চিকেন কিনি সেই কোম্পানী গত ১ মাসে ৪ বার দাম বাড়িয়েছে। গত ১৮ বছরের পোল্যান্ড জীবনে এতো দাম বাড়ে নি কখনো। এমনকি কোভিডের সময়ও এতো বাড়ে নি।

ব্যাপারী ফুডস নামের অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান তুহিন বলছিলেন, কোভিডের পর যুদ্ধ তাদের ব্যবসা আর জীবন যাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। তিনি বলেন, জ্বালানী তেল ও ভোজ্য তেলের দাম বাড়ায় সব জিনিসের দাম বাড়ছে।

পোল্যান্ডের বাংলাদেশীদের মধ্যে প্রথম দিকের ব্যবসায়ী, পোল্যান্ডের সস্নোভিচ-এ বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক বলছিলেন, ব্যবসায়ীদের এখন নতুন করে ইনভেষ্টে যাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা উচিত। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই মুহুর্তে কি হবে বুঝা যাচ্ছে না। নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি আরো বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে আজকে যে সংকট তৈরি হচ্ছে পোল্যান্ডে সেই সংকট কিন্তু ঠিক ১ দিন পরেই ছড়িয়ে পড়ছে পৃথিবীতে।

সম্পর্কিত পোস্ট