
যাত্রীদের জন্য মালয়েশিয়ার কোটা কিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দরে লাইব্রেরি খোলা হয়েছে। দৃষ্টিনন্দন লাইব্রেরিটি নজর কেড়েছে ভ্রমণ পিপাসুদের। এই প্রথম বিমানবন্দরে লাইব্রেরি স্থাপন হলো দেশটিতে।
স্টেট লাইব্রেরির ডিরেক্টর ফাতিমা আবদিল্লাহ শনিবার (৫ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একসঙ্গে ১২ জন প্রবেশ করতে পারবেন লাইব্রেরিটিতে। তবে করোনা বিধিনিষেধের কারণে আপাতত ছয়জনকে যেতে দেওয়া হচ্ছে।

ফাতিমা আবদিল্লাহ আরও বলেন, লাইব্রেরিটি লাখ লাখ ডিজিটাল সংগ্রহ রয়েছে। এছাড়া ২০০টি ম্যাগাজিনসহ ২৩টি পত্রিকা রয়েছে। শিশুদের জন্য রয়েছে খেলনা। কোনো ধরনের ফি ছাড়াই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন।
এছাড়া লাইব্রেরিতে বিনামূল্যে ওয়াইফাই ও কম্পিউটার রয়েছে বলে জানান তিনি।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্চ মাসজুড়ে বিনামূল্যে সদস্য হওয়ার সুযোগ রয়েছে।
সংলাপ ০৫/০৩/০০৯ আজিজ