শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ম্যানসিটির কাছে পাত্তাই পেলো না ইউনাইটেড

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ১০:১১ পূর্বাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ১০:১১ পূর্বাহ্ণ
ম্যানসিটির কাছে পাত্তাই পেলো না ইউনাইটেড

গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও দুর্দশাতেই পড়তে হতো। ভাগ্যিস সিটি প্রথাগত স্ট্রাইকার নিয়ে খেলে না!

শেষ দশ মিনিটে ৯২ ভাগ সময় বল পায়ে রেখেছিল দলটি, প্রথাগত স্ট্রাইকার থাকলে হয়তো ব্যবধানটা বাড়তে পারত আরও। তবে গত রাতে যা দেখিয়েছে ম্যানচেস্টার সিটি তাতেই তা নগর প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গত রাতে ম্যানচেস্টার ডার্বিতে দলটি গুণে গুণে ৪ গোল জড়িয়েছে লাল শয়তানদের জালে, তাতে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে কোচ পেপ গার্দিওলার দল।

ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল, চোট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গিয়েছিলেন মাঠের বাইরে। রোনালদোহীন ইউনাইটেডের ওপর শুরুতেই চড়াও হয় সিটি। গোল তুলে নেয় ম্যাচের পঞ্চম মিনিটেই। বের্নার্ডো সিলভার নিচু ক্রস থেকে গোলটি করেন কেভিন ডি ব্রুইনা।

ইউনাইটেড অবশ্য জবাব দিয়েছিল। ২২ মিনিটে জেডন স্যানচোর গোলে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। তবে দলটির সেই স্বস্তি টিকে থাকলো মাত্র মিনিট ছয়েক। গোল করেন ডি ব্রুইনা। বিরতির আগে ইউনাইটেডকে আরও গোলের হাত থেকে বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

তবে বিরতির পর আর পারেননি। ইউনাইটেডের ম্যাচে ফেরার আশা শেষ হয় ৬৮ মিনিটে। ডি ব্রুইনার গড়ে দেওয়া বল ইউনাইটেডের জালে জড়ান রিয়াদ মাহরেজ। এরপর ৯০ মিনিটে ব্যক্তিগত জোড়া গোল করে সিটিকে চতুর্থ গোলের দেখা পাইয়ে দেন তিনি।

তাতেই ইউনাইটেডকে ৪ গোলের মালা পরায় সিটি। এই জয়ের ফলে শীর্ষে তাদের অবস্থান আরও শক্ত হলো। বর্তমানে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে দলটি। দুইয়ে থাকা লিভারপুল একম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট অর্জন করেছে।

এই ম্যাচ হারের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে রোনালদোদের। বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে আছে দলটি। এই অবস্থায় লিগ শেষ করলে আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে ইউরোপা লিগে।

সংলাপ ০৭/০৩/০০২ আজিজ

সম্পর্কিত পোস্ট