মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ নবী বাহিনীর জহির গ্রেপ্তার

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ
মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ নবী বাহিনীর জহির গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. জহিরুল ইসলাম ওরফে জহির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। জহির নবী এবং আর্মি আলমগীর বাহিনীর অন্যতম প্রধান সদস্য বলে দাবি করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তাকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচ উদ্দীন বলেন, মোহাম্মদপুর বিআরটিসি ডিপো সংলগ্ন যাত্রী ছাউনির সামনে জহির অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

গ্রেপ্তার জহির মোহাম্মদপুর, আদাবর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি জব্দ করা পিস্তলের কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ম্যাগজিন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।

সংলাপ/০৩/০৯/০০৫/আ/হো

সম্পর্কিত পোস্ট