মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মামলাটি খারিজ করে দিয়েছে আদালত

মেয়র আতিকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ৩:৩৮ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ৩:৩৮ অপরাহ্ণ
মেয়র আতিকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

মেয়র আতিকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

চার মাস আগের এক উচ্ছেদ অভিযানের জের ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আব্দুর রহিম নামের এক ব্যক্তি। জোর করে ভূমি দখল এবং ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও ভয় দেখিয়ে বক্তব্য দেওয়ার’ অভিযোগে এই মামলার আবেদন করেছেন তিনি।ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলার আর্জিতে তিনি নিজেকে ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার’ বলে দাবি করেছেন।
তবে মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৯অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন বলে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জানান।

মামলার আর্জিতে বলা হয়, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে মিলে ড্রেন ও খালের জমি অবৈধ দখলমুক্ত করার কথা বলে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে অভিযান চালিয়ে দুই একর জমি দখল এবং সেখানকার স্থাপনা ভেঙে ‘ক্ষমতার অপব্যবহার করেছেন’ মেয়র। তাতে বাদীর ‘পাঁচ কোটি টাকা’ ক্ষতি হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, “স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তাছাড়া মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের কাছে মোটা অংকের ঘুষ ও চাঁদা দাবি করেছেন।”

আব্দুর রহিম বলেন, গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি মেয়র আতিককে উকিল নোটিস দিয়েছিলেন। সাড়া না পেয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়র আতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে ওই আবেদনে।

সম্পর্কিত পোস্ট