শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মেসিকে হারিয়ে বিশ্বকাপ জিততে চান নেইমার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ | ৬:৫৩ অপরাহ্ণ
মেসিকে হারিয়ে বিশ্বকাপ জিততে চান নেইমার

লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব অনুকরণীয়। তাদের সম্পর্ক শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। মাঠের বাইরে ব্যক্তিজীবনেও দুইজনের সম্পর্ক বেশ মধুর। কিন্তু সেই মধুর সম্পর্কে অম্নস্বাদ এনে দিয়েছে বিশ্বকাপ ফুটবল।

দুইজনই এখন প্রতিদ্বন্দ্বী। দুইজনই নিজ নিজ দেশের হয়ে জিততে চান শিরোপা। তবে এতে একধাপ এগিয়ে নেইমার। বন্ধু মেসিকে হারিয়ে হেক্সা মিশন পূরণ করতে চান ব্রাজিলের এই সুপারস্টার।

সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ভালো ফর্মে থাকায় দেশ ও নিজের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি। নেইমার বলেন, ‘আমি খুশি। আমি ক্লাবে খুব আনন্দে সময় কাটিয়েছি। তাই নিজেকে প্রস্তুত বলে মনে হচ্ছে।’

এ সময় নেইমার স্বীকার করেন, বিশ্বকাপ জয়ের ব্যাপারে মেসির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘সে কখনো এ বিষয়ে কথা বলেনি। বরং আমি তার সঙ্গে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতাম। মেসিকে বলেছি যে আমি চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এবং সেটা তোমাকে পরাজিত করে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। পিএসজির জার্সিতে ১৯ ম্যাচে নিজে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। সুতরাং নেইমারকে ঘিরে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।

সম্পর্কিত পোস্ট