বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এক ইন্সটাগ্রাম বার্তায় মেসিকে অভিনন্দন জানিয়েছেন। ব্যক্তি মেসির ফুটবলীয় সক্ষমতা ও এ জয়ে ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাসের কথা ওঠে এসেছে ২০০২ বিশ্বকাপ জয়ী এ তারকার পোস্টে।
‘এই ছেলে (লিওনেল মেসি) নিজ দক্ষতায় তার যে কোনো প্রতিদ্বন্দ্বীকে এক কোণে ছিটকে ফেলে দিতে সক্ষম। ফাইনালের আগে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা এমনকি অনেক ব্রাজিলিয়ানও তার জন্য রীতিমতো প্রার্থনা করেছেন। বিদায়ের আগে এমন একটা সম্মান মেসির মতো দুর্দান্ত ফুটবলারের প্রাপ্য ছিল। অভিনন্দন মেসি।’
২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে অন্যতম ফেভারিট ছিল মেসির আর্জেন্টিনা। সে আসরের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে হতাশ হতে হয়েছে মেসি ও তার দলকে। ১৯৯৮ সালের ফাইনালে ফ্রান্সের কাছে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে রোনালদো নাজারিওর ব্রাজিলকে।
১৯৯৮ সালের হতাশা ২০০২ সালে ভুলেছেন সাবেক ব্রাজিল স্ট্রাইকার। মেসির অবশ্য হতাশা ভুলতে একটু বেশি সময় লেগেছে। ২০১৪ সালের ফাইনালের পর মাঝে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বে দৌড় থামে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে এসে ঘুচল সে দুঃখ।