নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ইউছুফ মাঝি (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত আবুল কালাম নামে এক জেলে নিখোঁজ রয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ইসলাম চর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ইউছুফ মাঝি উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মৃত মো.হোসেনের ছেলে এবং নিখোঁজ কালাম এইক গ্রামের মো. বাতেনের ছেলে।
হাতিয়া নলচিরা নৌপুলিশ স্ট্রেশনের ইনচার্জ মো.ইয়ার আলী জানান, মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো বৈরি আবহাওয়ার কবলে পরে নদীতে ডুবে যায়। খবর পেয়ে মাছ ধরার অন্য ট্রলার গুলোর সহযোগীতায় নৌপুলিশ নিহত ইউছুফ ও ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আবুল কালাম নামের এক জেলের সন্ধ্যান পাওয়া যায়নি।
নৌপুলিশ ইনচার্জ মো.ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। মৃত জেলের দাফন সম্পন্ন হয়েছে।