বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ৯

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ আপডেট: ১১ নভেম্বর ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ
মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ৯

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এসব তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুয়ানাজুয়াতো সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসা কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে।

গত বুধবার রাতেও এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এ সময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল।

গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন। বৃহস্পতিবার গুয়ানাজুয়াতোতে যে হামলা হয়েছে সেটি গত কয়েক মাসের মধ্যে তৃতীয় বড় হামলার ঘটনা।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে। যেসব মালিক মাদক কারবারিদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়। তারা শুধু যে প্রতিপক্ষকে হত্যা করছে তা নয়, নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট