মেক্সিকো সিটিতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসের প্রথম ভাগে জাতীয় সংগীতের মূর্ছনার সঙ্গে রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে একাত্তরের ২৫ মার্চের কালরাতে গণহত্যার শিকার শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের গণহত্যার ভয়াবহতা, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক এর স্বীকৃতির যথার্থতা এবং গুরুত্ব তুলে ধরেন। তিনি অচিরেই জাতিসংঘ কর্তৃক এ গণহত্যার স্বীকৃতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপ-২৬/০৩/০০৬/আ/আ