চট্টগ্রামের মীরসরাই উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা না নিয়ে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে বেশ কিছু ভুক্তভোগী অভিযোগ করেন, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বার বার নির্বাচন অফিসে এলেও সেসব কাগজপত্র জমা নেয়া হচ্ছে না। এমনকি সেবা নিতে আসা লোকজনের সঙ্গে অশোভন আচরণ করছে দায়িত্বরত কর্মকর্তারা। কোনো কোনো ভুক্তভোগী কেউ কেউ ২/৩ মাসের উপর সময় দিচ্ছেন এই অফিসে। প্রতিবারই তাদের ফলাফল শূন্য হাতে বাড়ি ফিরতে হয়।
ভুক্তভোগী মো. মনজু জানান, গত দুই মাসে বেশ কয়েকবার কাগজ জমা দিতে এসেছি। প্রতিবারই তারা নানাধরণের অজুহাত দেখিয়ে কাগজপত্র ফিরিয়ে দিয়েছে।
জাবেদ হোসেন বলেন, আমি এই পর্যন্ত প্রায় ৩/৪ বার নির্বাচন অফিসে এসেছি। বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিলেও সর্বশেষ আমাকে ২১ তারিখের পর আসতে বলা হয়েছিল। আমি সেই অনুযায়ী এসেছি। কিন্তু আজকেও (বৃহস্পতিবার) তারা কাগজ জমা নিবে না বলে চলে যেতে বললো।
ভুক্তভোগী মামুন বলেন, গত ৮/১০ বার কাগজ জমা দিতে এসেছি। কিন্তু কখনও অফিসার আসেনি, কখনও কারেন্ট নাই, কখনও নেটওয়ার্ক সমস্যা, কখনও লকডাউন এসব নানান অজুহাত দিয়ে কাগজপত্র জমা না নিয়ে আমাকে ফিরিয়ে দেয়া হয়েছে।
এসব অভিযোগেরভিত্তিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইনের সাথে কথা হলে তিনি জানান, সামনে ইউপি নির্বাচন তাই আপাদত নতুন ভোটারদের কাগজপত্র জমা নেয়া হচ্ছে না। নির্বাচনের পর পুনরায় নতুনদের থেকে জমা নেয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে এই কর্মকর্তা বলেন, অনেকেই কাগজপত্র সঠিকভাবে নিয়ে আসে না। তাই হয়ত তাদের বারবার আসতে হয়। যারা সঠিকভাবে কাগজপত্র নিয়ে আসে তারা একটি টোকেন নিয়ে ছবি তোলার জন্য নির্দিষ্ট একটি তারিখ পেয়ে যান।