রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মীরসরাইয়ে ৫ হাজার কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ আপডেট: ৫ অক্টোবর ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ
মীরসরাইয়ে ৫ হাজার কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

মীরসরাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার ( ৪ অক্টোবর) উপজেলার সাহেরখালী ইউনিয়নের সুইস গেইট এলাকা থেকে জালগুলো উদ্ধার করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা কারেন্ট জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, সাহেরখালী কোষ্ট গার্ডের সিসি মোস্তফা কামাল।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সোমবার থেকে আগামী ২২ দিন সাগরে মা ইলিশ সংরক্ষণের জন্য জেলেদের সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সাহেরখালী স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজর মিটার কারেন্ট জাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ দিন সাগর এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট