চট্টগ্রামের মীরসরাইয়ে সনাতন ধর্মালম্বীদের প্রধান অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মীরসরাই থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ অক্টোবর) বিকালে মীরসরাই থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান পিপিএম এর উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার, মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত ওলি উল্ল্যাহ, পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার সহ উপজেলার বিভিন্ন পূজারি নেতৃবৃন্দ।
উপজেলার ৪০টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ ও সাধারণ পূজা মন্ডপের সংখ্যা মাথায় নিয়ে কঠোর আইনশৃঙ্খলা নিরাপত্তার বলয় সাজানো হয়েছে।
এসময় ওসি মজিবুর রহমান পিপিএম বলেন, দূর্গোৎসব উদযাপন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অর্চনা সমাপ্ত করতে থানা পুলিশের সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপের ভেতরে বাইরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উৎসব চলাকালীন সকলের সহযোগিতা কামনা করনে তিনি।