শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

মীরসরাইয়ে মহাসড়কে ছিনতাইকালে আটক ১

প্রকাশ: ৩ নভেম্বর ২০২১ | ১০:১৫ অপরাহ্ণ আপডেট: ৩ নভেম্বর ২০২১ | ১০:১৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে মহাসড়কে ছিনতাইকালে আটক ১

মীরসরাই উপজেলার ঠাকুরদীঘী এলাকায় মহাসড়কে ট্রাকে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (০৩ নভেম্বর) ভোররাতে ঠাকুরদিঘী এলাকায় প্রকাশ্যে গাড়ি থামিয়ে চাকু হাতে ছিনতাইয়ের চেষ্টাকালে অনিক দেবনাথ নামে একজনকে আটক করেছে টহলরত পুলিশ। আটক ব্যক্তি থেকে একটি মটরসাইকেল, ছিনতাইকৃত ৮ হাজার টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটকৃত ছিনতাইকারী উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের শিশু ড্রাইভারের বাড়ীর শিবু দেবনাথের ছেলে অনিক দেবনাথ (২১)।

জেরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরফুদ্দীন বলেন, রাতে টইলরত পুলিশ সদস্য এসআই মনির আহমেদের নেতৃত্বে ছিনতাই করার সময় হাতেনাতে অনিক দেবনাথকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট